করোনার ভ‍্যকসিন নিয়ে বড় সিদ্ধান্ত রাজ‍্য সরকারের 



করোনা ভ‍্যাকসিন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ‍্য সরকার। পশ্চিমবঙ্গের চিকিৎসকদের বিনামূল্যে করোনার টিকা দেবে রাজ্য সরকার এই মর্মেই বেশ কিছু চিকিৎসকের মোবাইল ফোনে টেক্সট মেসেজ পৌঁছেছে বলে খবর। যথা সময় চিকিৎসকদের কাছে করোনার টিকা পৌঁছে দেবে রাজ্য সরকার বলেই জানানো হয়েছে ওই মেসেজে। 


জানুয়ারী থেকেই দেশে টিকাকরণ শুরু হতে পারে বলে আশাবাদী চিকিৎসকরা এদিকে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ‍্য ও কেন্দ্র। একদিকে রাজ‍্যগুলোতে চাহিদামতো টিকা পৌঁছাতে তৎপর কেন্দ্র অন‍্যদিকে রাজ‍্য প্রস্তুতি নিচ্ছে সঠিকভাবে টিকাকরণের। 


করোনা কালে লড়াই করতে গিয়ে একাধিক চিকিৎসক প্রাণ হারিয়েছেন। ফলে এমন পরিস্থিতিতে রাজ‍্য সরকারের এরুপ সিদ্ধান্তে খুশির হাওয়া চিকিৎসকমহলে। 


রাজ্য সরকারের তরফে পাঠানো টেক্সট মেসেজে লেখা হয়েছে, "COVID-19 মোকাবিলায় একজন কোভিড যোদ্ধা হিসাবে আপনি যেভাবে সবসময় কোভিড রোগীদের পাশে থেকে তাদের সেবা করেছেন, তাকে সম্মান জানিয়ে, অগ্রাধিকারের ভিত্তিতে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে আপনার কাছে COVID-19 এর ভ্যাকসিন যথাসময় পৌঁছে দেওয়া হবে।" 


তবে, চিকিৎসকেরা চাইছেন দ্রুত ভ‍্যাকসিন দিয়ে সাধারন মানুষকে ঝুঁকিমুক্ত করা হোক।