২০০১ থেকে ২০২০, ২০ বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চির–প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, মহম্মদ সালাহ, রোনাল্ডিনহোর মতো তারকাদের পিছোনে ফেলে গ্লোব সকার অ্যাওয়ার্ডসের ‘Player of the Century 2001-2020’ পুরস্কার জিতলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
পুরষ্কার অর্জন করে রোনাল্ডো বলেন, ‘‘২০ বছর ধরে প্রফেশনাল ফুটবল খেলছি। জানি না আর কোনও রেকর্ড ভাঙা বাকি রয়েছে কি না। তবে সতীর্থরা পাশে না থাকলে এই সাফল্য পেতাম না।’’ রীতিমতো নক্ষত্রখচিত গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না লিওনেল মেসি।
এছাড়া সেরা কোচ নির্বাচিত হয়েছেন ম্যাঞ্চেস্টার সিটি’র পেপ গোয়ার্দিওয়ালা। সেরা দল নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ। এদিকে চলতি বছরের সেরার শিরোপা অবশ্য পেয়েছেন রবার্ট লেওয়ানডস্কি। সেরা কোচ হয়েছেন বায়ার্নের হ্যান্সি ফ্লিক। সেরা দলও নির্বাচিত হয়েছে জার্মান ক্লাবটিই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊