Latest News

6/recent/ticker-posts

Ad Code

পথ চলতি মানুষের হাতে এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে সংগঠনের দাবি পত্র তুলে দিলো উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চ

পথ চলতি মানুষের হাতে এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে সংগঠনের দাবি পত্র তুলে দিলো উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চ




উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চের মালদা জেলা কমিটির পক্ষ থেকে আজ মালদা জেলার মানিকচক বিধানসভার কার্যকর্তাদের সাথে নিয়ে ভূতনিতে সকল পথ চলতি মানুষের হাতে ওই বিধানসভা এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে সংগঠনের দাবি পত্র তুলে দেওয়া হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার নন্দী,জেলা সভাপতি সঞ্জয় কুমার ঘোষ, সহ সভাপতি অমল কুমার রবিদাস সহ আরও অনেক কার্যকর্তা। মানিকচক বাসীর সমস্যা ওই ভাবে আর কোন দল এই ভাবে মানুষের কাছে তুলে ধরেনি বলে অনেক মানুষ বলেন এবং মানুষের মনের কথা তুলে ধরার জন্য ধন্যবাদ দেন।



কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার নন্দী বলেন, 74 বছর ধরে উত্তরবঙ্গ বঞ্চিত, cpim, con(i), Tmc কোন সরকার ই উত্তরবঙ্গের জন্য কিছুই করেননি। উত্তরবঙ্গের মানুষ শুধু মাত্র ভোটার ছাড়া কিছুই নয়, উন্নয়ন সবই কলকাতা কেন্দ্রিক, আর প্রতিশ্রুতি দিয়ে ভোট কেনার জন্য উত্তরবঙ্গ। তাই আমরা মানুষের দ্বারস্থ হয়েছি, উত্তরবঙ্গের মালদা জেলার মানিকচকের জনগনের দাবি গুলি নিয়ে মানুষের কাছে। যাতে নির্বাচনে এবার তারা আর প্রতারিত না হন।

সব শেষে মানবিক দাবি গুলি নিয়ে মানুষের পাশে শেষ রক্তবিন্দু পর্যন্ত থাকার প্রতিশ্রুতি দেন সঙ্গে থাকা সমস্ত কার্যকর্তাগন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code