সাংসদের মন্তব্যে ধিক্কার মিছিল কৃষ্ণনগরের সাংবাদিকদের
কৃষ্ণনগরের সাংসদ মহুয়ামৈত্রের কল্যাণীর গয়েশপুরে কর্মীসভায় সাংবাদিকদের উদ্দেশ্যে যে কুরুচিকর
মন্তব্য করেছিলেন তার প্রতিবাদে কৃষ্ণনগরের রাজপথে পোষ্ট অফিস মোড় থেকে কালেক্টরি পর্যন্ত এক ধিক্কার মিছিলের আয়োজন করে নদীয়া ও কৃষ্ণনগরের সাংবাদিক বন্ধুরা।
সংবাদ গনতন্ত্রের চতুর্থস্তম্ভ আর এই স্তম্ভ কে অপমানিত করেছেন সাংসদ। সত্যের ভিতের ওপর দাঁড়িয়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন জেলা থেকে বিশ্বের সংবাদ পৌঁছে দেন ঘরে ঘরে তাদেরকে এরকম মন্তব্য করায় সোস্যালমিডিয়া থেকে বিশিষ্টি ব্যক্তিরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন ও সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন।
সাংসদের এহেন মন্তব্যে অনেকগুলি সংবাদ মাধ্যম তাকে বয়কট করেছে।সংবাদ প্রেরণে যুক্ত কৃষ্ণনগরের সকল সাংবাদিকরা এই ধিক্কার মিছিলে অংশগ্রহন করেন ও জেলাশাসকের কাছে ডেপুটেশন দেন।
v
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊