Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ‌্যব‌্যাপী জাতীয় NHM কর্মী‌দের CMOH দপ্তরে ধর্না ও অবস্থান বিক্ষোভ




রাজ‌্যব‌্যাপী জাতীয় এন এইচ এম কর্মী‌দের সি এম ও এইচ দপ্তরে ধর্না ও অবস্থান বিক্ষোভ 


করোনাকালে যাঁরা সামনের সারির যোদ্ধা তাঁদের স্বীকৃতি নেই সরকারের কাছে। না আছে চাকরির নিরাপত্তা, না আছে বেতন কাঠামো, না আছে বীমা। অথচ ওরা সরকারি স্হায়ী কমর্চারিদের থেকে বেশি কাজ করেছেন প্রানের ঝুঁকি নিয়ে করোনাকালে। ওরা মানে জাতীয় স্বাস্থ্য মিশনের কমির্রা। আজ সম কাজে সম বেতন, স্হায়ীকরন, বেতন কাঠা‌মোর পুন‌র্বিন‌্যাস সহ ৫ দফা দাবি নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন ধর্না‌ ও অবস্থান বি‌ক্ষোভে সা‌মিল হোন পঃ বঃ জাতীয় স্বাস্থ্য মিশন জয়েন্ট এ্যাসোসিয়েশন। 



সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন বন্দোপাধ্যায় জানান জেলাতে স্বাস্থ্য মিশনের কর্মীরা আছেন পুর ও পঞ্চায়েত মিলিয়ে ৯০০ জন। রাজ্যে আছে ২০০০০ জন। যাঁরা ব্লক, পুর এলকাতে ১৫ বছর নিরলসভাবে পরিসেবা দিয়ে যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে। সমস্ত রাজ্যে সম কাজে সম বেতন চালু হয়েছে। অন্যান্য দপ্তরে ৬০ বছর পযর্ন্ত কাজের স্হায়ী নিরাপত্তার বিষয় থাকলেও আমাদের কোনো নিরাপত্তা নেই।


ডেপুটেশনে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন বন্দোপাধ্যায়, রাজ্য যুগ্ম সম্পাদক রামকৃষ্ণ সাহা,জেলা সম্পাদিকা পাপিয়া ব্যানাজীর্র, জেলা সভাপতি ডাঃ দেবব্রত রায় সহ অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code