দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় কংগ্রেসের পথ সভা 



অভীক মিত্র ,বীরভূম :

আলু, পেঁয়াজ সহ জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল বীরভূম জেলার রামপুরহাট শহরের দেশবন্ধু রোডে জাতীয় কংগ্রেস পক্ষ থেকে পথসভা করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেস সভাপতি তথা হাসন বিধানসভাকেন্দ্রের বিধায়ক মিল্টন রসিদ,রামপুরহাট বিধানসভার যুব কংগ্রেস সভাপতি আঙ্গুর মিঞা,শহর কংগ্রেস সভাপতি সাহাজাদা হোসেন (কিনু) সহ কংগ্রেস কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন ।


অন্যদিকে, লোহাপুরে প্রতিবাদ মিছিল ও পথসভা করে জাতীয় কংগ্রেস ! মঙ্গলবার 8 ডিসেম্বর বনধ পালন ও 9 ডিসেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি সফল করতে আহ্বান জানান বীরভূম জেলা কংগ্রেস সভাপতি তথা হাসন বিধানসভাকেন্দ্রের বিধায়ক মিল্টন রশিদ ।

বীরভূম লোহারে বনধ পালন ও ৯ই ডিসেম্বর দ্রব‍্য মূল‍্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের মিছিল

Posted by Sangbad Ekalavya on Monday, December 7, 2020