চরা দাম থেকে স্বাভাবিক দামে ফিরেছে আলু



চরা দাম থেকে স্বাভাবিক দামে ফিরেছে আলু। উত্তর বঙ জুড়ে আলুর ফলন ভালো হওয়ায় কমছে আলুর দাম বলে আলু মজুমদাররা মনে করছেন। দামও কমতে শুরু করেছে ।তাই খুশি ক্রেতারা।

কয়েক মাস ধরে হিমঘরের আলু বাজারে বিক্রি হয়েছে 40থেকে 50টাকা কেজি দরে।ফলে আলু কিনতে হিমসিম খেতে হয়েছে সাধারণ মানুষদের।কিন্তু এখন বাজারে নতুন আলু চলে আসায় শুরু হল আলুর দাম কমা।



বাজারে 25থেকে 30টাকা কেজি দরে নতুন আলু বিক্রি হচ্ছে।দাম আরও অনেকটাই কমবে বলে  মজুদদাররা জানিয়েছেন।