অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকার তৈরি করোনা ভ্যাকসিন ছাড়পত্র পেয়ে গেল ব্রিটেনে, খুশির হাওয়া ভারতেও



অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকার তৈরি করোনা ভ্যাকসিন ছাড়পত্র পেয়ে গেল ব্রিটেনে। ফলে গন টিকাকরণের পথ পরিষ্কার হয়ে গেল। এর জেরে খুশির হাওয়া ভারতেও। কারণ, ভারতের সিরাম ইন্সটিউট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেই ভারতে করোনা ভ্যাকসিন তৈরি কাজ চালাচ্ছে। 


সম্প্রতি করোনার নয়া স্ট্রেন ধরা পড়ায় বেশ চাপে বিশ্ব। কঠোরতম লকডাউন জারি করা হয়েছে ব্রিটেনে। ব্রিটেনের সঙ্গে যাতায়াতের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ভারত সহ একাধিক দেশ। এমন পরিস্থিতিতে করোনার ভ্যাকসিন ছাড়পত্র পাওয়া যে কিছুটা স্বস্তি তা ব্লাই বাহুল্য। ব্রিটেনের মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির পক্ষ থেকে ছাড়পত্র জারি করা হয়েছে, যে খবর জানিয়েছে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রক।


ইতিমধ্যে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একাধিক দেশে ফাইজারের গণ টিকাকরণ শুরু হয়ে গিয়েছে। তবে পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা গেছে। এদিকে অ্যাস্ট্রাজেনিকার সিইও পাস্কাল সোরোইট জানিয়েছিলেন, দুই দফায় করা হবে এই প্রতিষেধকের প্রয়োগ। পরীক্ষায় তারা পেয়েছেন, দুই দফা মিলিয়ে প্রায় ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর তাদের তৈরি করোনা ভ্যাকসিন।