অনলাইনের মাধ্যমে রক্তদানের উদ্যোগ মানবিক গ্রুপের

সঞ্জিত কড়ি ,পূর্ব বর্ধমান


এবার অনলাইনের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানের উদ্যোগ গ্রহণ করল বর্ধমানের মানবিক গ্রুপ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।আজ বর্ধমান মেডিকেলেজ হাসপাল ব্লাড ব্যাঙ্কের সামনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে মানবিক গ্ৰুপ।এদিনের শিবিরে শুভ সূচনা করা হয় "রক্তের বন্ধন হৃদয়ের স্পন্দন"এর। 


অসহায় রোগীদের প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো বর্ধমান মানবিক গ্রুপ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে শিবির করা হয়। এদিনের শিবিরে ৫০ জন রক্তদান স্বেচ্ছায় রক্ত দান করেন ।সমস্ত রক্ত তুলে দেয়া বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।


মানবিক গ্রুপের অন্যতম সদস্য তনময় ভট্টাচার্য বলেন "রক্তের বন্ধন হৃদয়ের স্পন্দন" এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো আজ।বর্ধমান মানবিক গ্রুপের স্বেচ্ছা রক্তদান শিবির এই প্রথমবার করা হলো।মানবিক গ্রুপে পরিকল্পনা অন্য, যা হলো অনলাইনে মাধ্যমে রেজিস্টার ডোনার তৈরি করা এবং রক্ত দেওয়া।এটা পশ্চিম বাংলা তথা গোটা ভারতবর্ষের জুড়ে চলবে এই অনলাইনের রক্তদান কর্মসূচি।
Posted by Sangbad Ekalavya on Monday, December 7, 2020