বর্ধমানের ক্যান্সার আক্রান্ত কলেজ ছাত্রীকে আর্থিক অনুদান "জঙ্গলমহল" এলাকার স্কুলশিক্ষকের


নিজস্ব সংবাদদাতা, শচীন পাল ঝাড়গ্রাম:- 


কোভিড ১৯-র প্রভাবে চলা বিশ্ব মহামারীর আতঙ্কের মধ্যেই আবারও "জঙ্গলমহল" এলাকার এক স্কুল শিক্ষকের মানবিক মুখ দেখল বাংলার মানুষ। এবার ক্যান্সার আক্রান্ত এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে আরো একবার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের নয়াবসান জনকল্যান বিদ্যাপীঠে কর্মরত সংস্কৃত বিষয়ের শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী। 


হেরম্বনাথবাবুর বাড়ি বাঁকুড়া জেলায়। বর্ধমান শহরের নতুনগঞ্জ ডাঙ্গা পাড়ার বাসিন্দা এবং বর্ধমান রাজ কলেজের সংস্কৃত অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী অঙ্কিতা সান্যাল ব্লাড ক্যান্সারে আক্রান্ত।ব্লাড ক্যান্সারে আক্রান্ত অঙ্কিতা পিতৃহীন।মা আর নবম শ্রেণীর পড়ুয়া ছোট ভাই নিয়ে ওদের টানাটানির সংসার। দারিদ্রতা তাদের নিত্যসঙ্গী।এতো প্রতিকুলতার মধ্যেও জীবন যুদ্ধে লড়াই করে অঙ্কিতা আবার স্বাভাবিক জীবনে ফিরতে চায়।অঙ্কিতার জীবনযুদ্ধে জয়ী হওয়ার এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এখন প্রচুর অর্থের প্রয়োজন। ইতিমধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং অনেক হৃদয়বান মানুষ এই পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছেন।তেমনই এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পরিবারটির সাথে হেরম্ব বাবুর যোগাযোগ হয়। খবর পেয়ে এই পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন মানবদরদী শিক্ষক হেরম্ববাবু। 



তিনি ক্যান্সার আক্রান্ত এই শিক্ষার্থীর চিকিৎসার জন্য তাদের পরিবারের অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাঠিয়ে দেন।"জঙ্গলমহল "এলাকার একজন শিক্ষক হয়ে সুদূর বর্ধমান জেলার একটি বিপন্ন পরিবারের পাশে দাঁড়িয়ে আরও একবার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী। তাঁর এই প্রয়াসকে বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হয়েছে।উল্লেখ্য হেরম্বনাথ চক্রবর্তী বছরভর নানা সমাজসেবা মূলক কাজ করে থাকেন।