Latest News

6/recent/ticker-posts

Ad Code

২৫০০০ কর্মসংস্থান, তাজপুর সমুদ্রবন্দরে ১৫০০০ কোটি টাকা বিনিয়োগ নবান্নে জানালেন মমতা




BIG Announcement: ২৫০০০ কর্মসংস্থান, তাজপুর সমুদ্রবন্দরে ১৫০০০ কোটি টাকা বিনিয়োগ নবান্নে জানালেন মমতা 



আজ নবান্নে সাংবাদিক সম্মেলন করে বড় ঘোষনা করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। এদিনের সাংবাদিক সম্মেলনে তাজপুর সমুদ্রবন্দরে বিনিয়োগের কথা শোনালেন তিনি। পাশাপাশি ২৫০০০ কর্মসংস্থান হবে বলেও দাবি করলেন। 




নবান্নে সাংবাদিক সম্মেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘তাজপুর সমুদ্রবন্দরে ১৫০০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। লোহা-ইস্পাত রফতানি বৃদ্ধি পাবে। খড়গপুর সংলগ্ন এলাকায় ইস্পাত শিল্প বৃদ্ধি পাবে। মৎস্যজীবীদের ঘরে টাকা আসবে।’ দুই মেদিনীপুরের মানুষের মধ‍্যে ব‍্যবসার উন্নতি হবে বলেও জানান তিনি। তবে ‘জোর করে জমি অধিগ্রহণ নয়' মনে করিয়ে দেন তিনি। তিনি বলেন, ‘অমর্ত্য সেনের বিরুদ্ধে বলার অধিকার নেই ওদের। এটা অমর্ত্য সেন নয়, বাংলার অপমান।’


তিনি বলেন, লোহা-ইস্পাত রপ্তানি ১৩% আমাদের রাজ‍্য থেকে হয়। এই বন্দর তৈরি হলে সেটা আরো বৃদ্ধি পাবে। খড়গপুর এলাকায় লোহা ইস্পাত শিল্পে উপকার হবে। এর ফলে বাকুড়া, বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে লোহা ইস্পাত রপ্তানি উল্লেখযোগ‍্যভাবে বাড়বে। কর্ম সৃষ্টির নতুন দিশা খুলে দিচ্ছে‌।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code