পশ্চিমবঙ্গে 24HP থেকে 75HP -র 4WD ট্র্যাক্টর সিরিজ লঞ্চ করল মাহিন্দ্রা
কলকাতা, পশ্চিমবঙ্গ, ২২ ডিসেম্বর ২০২০: মাহিন্দ্রা গ্রুপ (নিট মূল্য ১৯.৪ বিলিয়ন ডলার)-এর অংশ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার ফার্ম ইকুইপমেন্ট সেক্টর ‘মাহিন্দ্রা কৃষক সম্মান দিবস’ উপলক্ষে তাদের টাফ সর্বোদয় ক্যাম্পেনের অঙ্গ হিসাবে নতুন 4WD সিরিজের ট্র্যাক্টর লঞ্চ করল।
বাজারের অন্যান্য ট্র্যাক্টর ব্র্যান্ডগুলোর চেয়ে ২৪ এইচপি (১৭.৮৯ কিলোওয়াট) থেকে ৭৫এইচপি (৫৫.৯২ কিলোওয়াট) রেঞ্জের এই 4WD ট্র্যাক্টরগুলো আরো জোরালো এবং আরো ভাল পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিচ্ছে। এই নতুন সম্ভার পাডলিং বা ফসল তোলার মত কৃষিকাজের সাথে সাথে লোডার, ডোজার আর ট্রলির মত বাণিজ্যিক কাজের পক্ষেও জুতসই।
‘মাহিন্দ্রা কৃষক সম্মান দিবস’-এ টাফ সর্বোদয় ক্যাম্পেন এক অনন্য অনুষ্ঠান। এর উদ্দেশ্য প্রগতি ও সমৃদ্ধির পথে কৃষকদের সঙ্গী হওয়া। এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ৩৮টা ডিলারশিপ এলাকার প্রায় ২০০০ কৃষককে সংবর্ধনা দেওয়া হয়, কারণ কৃষিব্যবস্থায় এঁদের কিছু গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যার ফলে কৃষির মূল্য বেড়েছে।
কোভিড-১৯
সংক্রান্ত সুরক্ষার সমস্ত নির্দেশাবলী মেনে
‘মাহিন্দ্রা কৃষক
সম্মান দিবস’-এ যোগদান করতে এসে কৃষকরা নতুন YUVO 585 4WD ট্র্যাক্টরও দেখে নিলেন।
মাহিন্দ্রা ট্র্যাক্টর দেখতে দয়া
করা
আসুন
মাহিন্দ্রা ট্র্যাক্টরের ইউটিউব পেজ
https://youtu.be/4rdRwcpefSo -এ।
www.mahindra.com / টুইটার আর ফেসবুকে আমাদের ফলো করুন @MahindraRise আর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড সম্বন্ধে জানুন।
About Mahindra
The Mahindra Group is a USD 19.4
billion federation of companies that enables people to rise through
innovative mobility solutions, driving rural prosperity, enhancing urban
living, nurturing new businesses and fostering communities. It enjoys a
leadership position in utility vehicles, information technology, financial
services and vacation ownership in India and is the world’s largest tractor
company by volume. It also enjoys a strong presence in renewable energy,
agribusiness, logistics and real estate development. Headquartered in
India, Mahindra employs over 2,56,000 people across 100 countries.
Learn more about Mahindra on www.mahindra.com / Twitter and Facebook: @MahindraRise
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊