নিয়ম রক্ষার ম্যাচে অবশেষে জয়ের মুখ দেখল কোহলির দল
সিডনিতে পর পর দুটো ম্যাচ হারার পর নিয়ম রক্ষার ম্যাচে জয় ফিরলো ভারতীয় ক্রিকেট টিম। এদিনের ম্যাচ জিতলেও সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। হোয়াইট ওয়াশ থেকে বেঁচে অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারাল টিম ইন্ডিয়া।
মানুকা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শিখর ধাওয়ান ১৬, শুভমান গিল ৩৩, শ্রেয়স আইয়ার ১৯, কেএল রাহুল ৫ রান করেন। তবে ম্যাচকে এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা নেন কোহলি ও হার্দিকএর ইনিংস। ৭৬ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেন হার্দিক। ৭৮ বলে ৬৩ রান করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুর্দান্ত ইনিংসের পাশাপাশি রেকর্ডও গড়লেন। ভাঙলেন মাস্টার ব্লাস্টারের রেকর্ড। এদিন ২৩ রান করার পরেই ওয়ান ডে ক্রিকেটে ১২,০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন কিং কোহলি। বিরাট আউট হতেই ১৫২ রানে পাঁচ উইকেট পড়ে যায় ভারতের। সেখান থেকেই হার্দিক-জাদেজা জুটি ভারতের রানকে তিনশোর ওপরে তুলে নিয়ে গেলেন। ৫০ বলে ৬৬ নট আউট থাকলেন স্যার জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপ করে ফেললেন এই ভারতীয় জুটি।পৌঁছে দেন ৩০২ রানে।
৩০৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই মার্নাস লাবুশানেকে ফিরতে হয়। তাঁকে ফেরান একদিনের ক্রিকেটে অভিষেক হওয়া নটরাজন।সিডনিতে দুটো ম্যাচে সেঞ্চুরি করা স্টিভ স্মিথকে ৭ রানে ফেরালেন শার্দুল ঠাকুর। অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ ৮২ বলে ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। হেনরিকস (২২), গ্রিন (২১), ক্যারে (৩৮) বড় রান পাননি। তবে পিচে ঝড় তুললেন গ্লেন ম্যাক্সওয়েল। ৩৮ বলে ৫৯ রান করে বুমরাহর বলে ফেরেন তিনি। অ্যাস্টন আগার ম্যাচ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও কাঁটা হয়ে দাড়ান বুমরাহ এবং শার্দুল ঠাকুর। ২৮৯ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। তিন উইকেট নিলেন শার্দুল ঠাকুর, দুটি করে উইকেট নেন নটরাজন এবং বুমরাহ। ১৩ রানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊