একদিনের খেলায় সচিন-এর রেকর্ড ভেঙে দিল বিরাট 


অস্ট্রেলিয়া সফরে আজ তৃতীয় একদিনের ম্যাচে অজিদের মুখোমুখি ভারত। প্রথম দুটি একদিনের ম্যাচ হেরে সিরিজ হেরে গিয়েছে ভারত। আজ তৃতীয় দিনের ম্যাচে মনোবল বাড়ানো ও মান রক্ষার লড়াই টিম ইন্ডিয়ার। টসে জিতে প্রথম ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। রেকর্ড অনুযায়ী মানুকায় গত সাত টি ম্যাচে প্রথম ব্যাট করতে নামা টিমের জয় হয়েছে। এখন দেখার আজ কি ঘটে। এদিকে এক অনন্য রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলি দ্রুততম ব্যাটসম্যান হিসাবে ১২,০০০ ওয়ানডে রান পূর্ণ করলেন। 


এদিন ৫০ ওভারের ম্যাচে ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকরের দ্রুততম ১২০০০ রানের রেকর্ড ভেঙে দিয়ে নজির গড়লেন ভারতীয় ব্যাটসম্যান তথা টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বিরাট কোহলি। তাঁর ২৫১ তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে এই মাইল ফলক পৌঁছাতে প্রয়োজন ছিল ২৩ রান যা অনায়াসে পূরণ করলেন কোহলি। কোহলির ৪৩ টি সেঞ্চুরি এবং ৫৯ টি অর্ধশতক এবং গড় রেকর্ড ৬০-র কাছাকাছি। 


১২০০০ ওয়ানডে রান পেতে দ্রুততম

  • বিরাট কোহলি - ২৫১ ম্যাচ
  • শচীন টেন্ডুলকার - ৩০৯ ম্যাচ
  • রিকি পন্টিং - ৩২৩ ম্যাচ
  • কুমার সাঙ্গাকার - ৩৫৯ ম্যাচ
  • সনথ জয়সুরিয়া - ৩৯০ ম্যাচ