Mother Teresa-র জীবনকাহিনী নিয়ে আসছে বায়োপিক



Mother Teresa-র জীবনকাহিনী নিয়ে আসছে বায়োপিক



Mother Teresa-র জীবনকাহিনী নিয়ে আসছে বায়োপিক মহান মানুষদের জীবন নিয়ে সিনেমা নতুন বিষয় নয়। একে একে অনেক মহান মানুষের জীবনী নিয়ে তৈরি হয়েছে একাধিক সিনেমা। এবার মাদার টেরেজা-কে নিয়ে আসছে সিনেমা। আলবেনিয়ার এক ছোট্ট মেয়ে লরেটো স্কুলের শিক্ষিকা থেকে নীল পার সাদা শাড়ির মা। নিস্বার্থ সেবায় নিয়োজিত থেকে হয়ে গেছেন 'মাদার টেরেজা'। তাঁকে নিয়ে সিনেমা, সত্যিই কৌতূহল বাড়ছে। 


তাঁর জীবনের চড়াই উতরাই, টানা পোড়েন, সবদিক নিয়েই এই ছবি। ইংরাজি ভাষায় তৈরি এই ছবির নাম 'কবিতা অ্যান্ড টেরিজা'। ছবিটি পরিচালনা করবেন কমল মুসাল। অভিনয়ে রয়েছেন বিদেশি অভিনেত্রী জ্যাকলিন, দীপ্তি নাভাল ও 'অক্টোবর' খ্যাত নায়িকা বনিতা সান্ধু।


ইংল্যান্ড, সুইজারল্যান্ড এবং ভারতের প্রযোজকরা 'মাদার টেরেজা'-র জীবনী তুলে ধরতে যথেষ্ট আগ্রহী। ১৯শে ডিসেম্বর শুরু কলকাতায় শুরু হল সেই ছবির শুটিং। বনমালি সরকার স্ট্রিট, হাতিবাগান, এসপ্ল্যানেড, লোহিয়া মাতৃ সেবা সদন হাসপাতাল চত্বরে শুটিং হবে বলে খবর। এই ছবির খবর বেরোতেই দর্শকদের কৌতূহল বেড়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ