Vi- এর দূর্দান্ত Double Data Offer প্ল্যান- সাথে Weekend roll-over এর সুবিধা
৩৯৯ টাকার ডিজিটাল প্ল্যান (Digital Exclusive Plan) সেই সব গ্রাহকদের জন্য যারা ওয়েবসাইটের মাধ্যমে নতুন সিমের অর্ডার দিয়েছেন। এটি প্রিপেইড এবং পোস্টপেইড-উভয় প্ল্যানে পাওয়া যাবে। ৩৯৯ টাকার ডিজিটাল এক্সক্লুসিভ রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ১.৫জিবি করে ডেটা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি বা মেয়াদ ৫৬ দিনের। মানে গ্রাহকরা মোট ৮৪ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ পাবেন। সেই সঙ্গে গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড কলিংয়ের সঙ্গে প্রতিদিন ১০০ এসএমএস বিনামূল্যে। অতিরিক্ত বেনিফিট হিসাবে V মুভি এবং TV অ্যাক্সেস পাবেন।
এছাড়া আরও একটি প্রিপেইড প্ল্যান রয়েছে Rs351-তে। এক্ষেত্রে আপনি পাবেন আনলিমিটেড কলের সাথে 100GB Data পুরো 56 দিনের জন্য।
Double Data Offer প্ল্যান রয়েছে কিছু রিচার্জে-
299- আনলিমিটেড কলের সাথে পুরো ২৮ দিনের জন্য প্রত্যেকদিন ৪ জিবি ডাটা পাওয়া যাচ্ছে এই প্ল্যানে।
449- আনলিমিটেড কলের সাথে পুরো 56 দিনের জন্য প্রত্যেকদিন ৪ জিবি ডাটা পাওয়া যাচ্ছে এই প্ল্যানে।
699-আনলিমিটেড কলের সাথে পুরো 84 দিনের জন্য প্রত্যেকদিন ৪ জিবি ডাটা পাওয়া যাচ্ছে এই প্ল্যানে।
এই প্ল্যান গুলিতে একটি বিশেষ সুবিধা রয়েছে, সোম থেকে শুক্র যে ডাটা গ্রাহক ব্যবহার করবে না তা Weekend roll-over এ পাওয়া যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊