তৃণমূলের 'বহিরাগত' বলার জবাব,মুখ্যমন্ত্রী মুখ কে সামান্য স্পষ্ট করলেন অমিত শাহ!
মেদিনীপুরের সভা থেকে তৃণমূলের 'বহিরাগত' বলার জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ! মঞ্চ থেকেই বাংলার বিজেপির মুখ্যমন্ত্রী মুখ ভূমিপুত্র হবে বলেই জানালেন তিনি। মনে করিয়ে দিলেন,'এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের। তাঁর কাছে গোটা বিশ্ব একটা ঘর। এই ধরনের সংকীর্ণ রাজনীতি আগে হয়নি বাংলায়।'
বাংলায় ভোট যুদ্ধে ভিত শক্ত করতে কেন্দ্রের হেভিওয়েট নেতারা আসছেন একে একে। এমন পরিস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে নিশানা করতে শুরু করেছে তৃণমূল। দলের নেতারা বলছেন,'বাঙালিদের উপরে অবাঙালি নেতৃত্বকে বসিয়ে দিতে চাইছে বিজেপি।' শুধু নেতারাই নয় আক্রমণ করেছেন তৃণমূল নেত্রীও। তৃণমূল নেত্রী বলেছেন,'যাঁরা বাংলার বাইরে থেকে হিংসা ছড়াতে আসছেন, তাঁরাই বহিরাগত।'
অমিত শাহের প্রতিক্রিয়া,'অমিত শাহ তো নির্বাচনে লড়বে না তাই বলে প্রচারে আসতে পারবে না! মানুষের সঙ্গে কথা বলতে পারব না! এটা তো বাংলার সংস্কৃতি নয়। এই ভূমি রবীন্দ্রনাথ ঠাকুরের। তাঁর কাছে সারা বিশ্ব একটাই ঘর। এমন সংকীর্ণ রাজনীতি আগে হয়নি। তাও বলব মমতা দিদি চিন্তা করবেন না। আপনার বিরুদ্ধে বাংলার বিজেপি কর্মীরাই লড়াই করবে। তাঁরাই আপনাকে হারাবে।'তাঁর কথায়, 'এই মাটির মানুষই হবেন মুখ্যমন্ত্রী।' তবে কে হচ্ছেন সেই মুখ তা জানাননি তিনি।
এর আগেও একাধিক রাজ্য্য্যে্যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আগে থেকে কাউকে ঠিক করা হয়নি। এদিকে রাজনৈতিক মহলে বারবার উঠে এসেছে শুভেন্দু অধিকারী ও সৌরভ গাঙ্গুলির নাম। তবে এখন দেখার কে হয় মুখ্যমন্ত্রী মুখ? নাকি ভোটের ফলের পর সিদ্ধান্ত? সেদিকেই তাকিয়ে বঙ্গ রাজনীতি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊