লঞ্চ হল দেশের প্রথম ল্যাপটপ চার্জার পাওয়ার ব্যাঙ্ক!
হতে চলেছে সমস্যার সমাধান। লম্বা সফরে ফুরিয়ে আসে আপনার ল্যাপটপের চার্জ। লম্বা সফর করলেই প্রয়োজনে ল্যাপটপ সাথে রাখলেও সীমায়িত ব্যবহারে আপনাকে আটকে থাকতে হয়। কারন, চার্জ ফুরিয়ে গেলে আপনার প্রয়োজনীয় কাজও আর করতে পারবেন না। তবে, এবার আর চিন্তার কারন নেই। বাজারে আসছে ল্যাপটপ চার্জার পাওয়ার ব্যাংক। যা দিয়ে আপনি অনায়াসেই দূরবর্তী লম্বা সফরে আপনার ল্যাপটপ-কে চার্জে রাখতে পারবেন। লঞ্চ হল দেশের প্রথম ল্যাপটপ চার্জার। EVM-এর এই চার্জার 20000mAh-এর ক্ষমতাসম্পন্ন।
EVM-এর তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত প্রকল্পের কথা মাথায় রেখে এই পাওয়ার ব্যাঙ্ক দেশে তৈরি হয়েছে।
এর বৈশিষ্ট্য-
- ইউএসবি টাইপ সি কানেক্টর দিয়ে তিনটি ডিভাইস একসঙ্গে চার্জ করা যাবে।
- আল্ট্রা ব্ল্যাক প্রিমিয়ম মেটাল বডি-র হবে এই পাওয়ার ব্যাঙ্ক।
- ENLAPPOWER-এর উপর সংস্থাটি তিন বছরের ওয়ারেন্টি প্রদান করবে।
- এই পাওয়ার ব্যাঙ্কের ওজনও খুব বেশি হবে না।
- এই পাওয়ার ব্যাঙ্কের দাম ৯৯৯৯ টাকা হবে।
- Macbook, Macbook Air, Macbook Pro, MS Surface Pro, Dell XPS 13, HP Spectre x360, Lenovo IdeaPad, LG Gram, Asus Zenbook 13 - র মতো ল্যাপটপ-গুলি এই পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে চার্জ করা যাবে।
- ইউএসবি টাইপ সি কানেক্টর সাপোর্টেড মোবাইল ফোন-ও চার্জ করা যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊