Latest News

6/recent/ticker-posts

Ad Code

২০২০ শেষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই রইলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি

 


২০২০ শেষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই রইলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি 


২০২০ সাল শেষের দিকেই। আর ২০২০-তে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই রইলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে এবছর কোনও সেঞ্চুরি নেই বিরাটের। মূলত করোনা সংক্রমণের জেরে প্যাড গুটিয়ে রয়েছে ক্রিকেট। ফলে তেমন খেলারও সুযোগও পাননি। 


বিরাটের পরেই রয়েছেন রোহিত শর্মা। আইসিসি একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৮৪২ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছেন তিনি। প্রথম দশে আর কোনও ভারতীয় নেই। 



এদিকে, আইসিসি একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় জশপ্রীত বুমরাহ। ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন তিন নম্বরে। বোলারদের তালিকায় প্রথমে রয়েছে বোল্ট আর দ্বিতীয় স্থানে রয়েছেন মুজিব উর রহমান। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code