Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ‍্যমিক ২০২১-এর প্রশ্ন কাঠামো ও অধ‍্যায় ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ করলো বোর্ড




মাধ‍্যমিক ২০২১-এর প্রশ্ন কাঠামো ও অধ‍্যায় ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ করলো বোর্ড 




করোনা সংক্রমণের জেরে বিধ্বস্ত জনজীবন। এদিকে শিক্ষা‍র্থীদের পঠন পাঠন বন্ধ, বন্ধ স্কুল। সেই কথা মাথায় রেখে ২০২১ মাধ‍্যমিক পরীক্ষার সিলেবাস কমিয়ে দেওয়ার ঘোষণা করে রাজ‍্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায়। সেই মতো মধ‍্যশিক্ষা পর্ষদের তরফে বিবৃতি দিয়ে কমিয়ে দেওয়া হয় সিলেবাস। 



মধ‍্যশিক্ষা পর্ষদ প্রত‍্যেকটি বিষয়ের কতটুকু সিলেবাস কোন কোন অধ‍্যায় পরীক্ষায় থাকবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়। তারপরেও ২১-মাধ‍্যমিক নিয়ে কমেনি ধোঁয়াশা। সিলেবাস কমে যাওয়ায় প্রশ্ন কাঠামো ও অধ‍্যায়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। কোন অধ‍্যায় থেকে কত নম্বর আসবে পরীক্ষায়, প্রশ্ন কেমন হবে, ইত‍্যাদি চিন্তা কিভাবে প্রস্তুতি নেবে তাও ঠিক বুঝতে পারছিল না। তবে এবার সেই চিন্তাও দূর করলো পর্ষদ।


বিজ্ঞপ্তি অনুসারে প্রতিটি বিষয়ে মোট পূর্ণমান ৯০। পাশাপাশি প্রত‍্যেকটি বিষয়ের কোন অধ‍্যায় থেকে কত নম্বর থাকবে জানানো হয়েছে। কোন অধ‍্যায় বা কোন পার্ট থেকে কত নম্বরের এমসিকিউ, কত নম্বরের শূণ‍্যস্থান, কত নম্বরের আলোচনাভিত্তিক প্রশ্ন থাকবে তাও বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। 


বিস্তারিত প্রশ্ন কাঠামো ও অধ‍্যায় ভিত্তিক নম্বর বিভাজন জানতে নীচের CLICK HERE TO DOWNLOAD -এ ক্লিক করুন- 


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code