পরিবর্তন হল উচ্চমাধ‍্যমিক পরীক্ষার সূচী, জেনে নিন বিস্তারিত




পরিবর্তন হল উচ্চমাধ‍্যমিক পরীক্ষার সূচী, জেনে নিন বিস্তারিত


করোনার জেরে পিছিয়ে গেছে রাজ‍্যের উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা। এবার জুনে হচ্ছে উচ্চ মাধ‍্যমিক। সূচী অনুযায়ী ৩০শে জুন পর্যন্ত চলবে পরীক্ষা। কিন্তু ৩০শে জুন হুল দিবস। সারা দেশ জুড়ে হুল দিবস পালিত হবে। তাই রাজ‍্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায় সংসদকে সেই তারিখ পরিবর্তনের করার আবেদন করেন। 




অবশেষে, আজ সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল ৩০শে জুন হচ্ছে না পরীক্ষা। সূচি অনুসারে ৩০ জুন সংখ্যাতত্ত্ব, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট পরীক্ষা হওয়ার কথা। সংসদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৩০শে জুনের পরিবর্তে ২রা জুলাই সেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জেনে নিন সম্পূর্ন সূচী: 


এর আগে শিক্ষামন্ত্রীর অনুরোধ ছিল, ৩০শে জুন সারা দেশে পালিত হবে হুল দিবস। উৎসবের দিনে পরীক্ষা যা মানে না রাজ্য। তাই ওই দিনের পরীক্ষার সূচি বদলের আবেদন করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেই খবর। 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ