উচ্চমাধ্যমিকের প্রজেক্ট বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি 




আজ উচ্চমাধ্যমিক সংসদ থেকে উচ্চমাধ্যমিকের প্রজেক্ট বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হলো। 

সকল ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার নন-ল্যাব প্রজেক্ট নােটবুক গুলি সংগ্রহ করে সংশ্লিষ্ট শিক্ষক/শিক্ষিকার মাধ্যমে মূল্যায়নের পর প্রজেক্ট মার্ক্স ফয়েলে প্রাপ্ত নম্বর বসিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে ২২ জানুয়ারী ২০২১ তারিখে মধ্যে জমা দিতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। 

একই সাথে আরও জানানো হয়েছে প্রজেক্ট নােটবুক গুলি–পাঁচ-ছয় পৃষ্ঠার মধ্যে সীমিত রাখলে ভাল হয়। 

সাথে ২০২১ সালের উচ্চমাধ্যমিকের এবং একাদশ শ্রেণীর ব্যবহারিক পরীক্ষা (Practical) সহ সম্পূর্ণ পরীক্ষা সূচি যথা সময়ে সংসদের ওয়েবসাইটে দেওয়া হবে বলে জানানো হয়েছে।