Latest News

6/recent/ticker-posts

Ad Code

'গল্পে মোড়া চুপকথা' সিনেমার নতুন সংযোজন রাশেদ

'গল্পে মোড়া চুপকথা' সিনেমার নতুন সংযোজন রাশেদ 

মুভিং রিলস এন্টারটেইনমেন্ট এবং অমিত আচার্য্য ফিল্মস প্রোযজিত ছবি গল্পে মোড়া চুপকথাতে দেখা যাবে অভিনেতা রাশেদ রহমানকে। বেশ কয়েকটি ভিন্ন স্বাদের গল্পের মিশ্রণ দেখা যাবে এই ছবিতে। 

এই ছবিতে রাশেদ-কে একজন জার্নালিস্ট ইন্টারটেইনার হিসেবে দেখা যাবে। রাশেদ ছাড়াও এই ছবির অন্য গল্পে অভিনয় করতে দেখা যাবে বেশ কিছু পরিচিত মুখকে। তাদের মধ্যে যে সকল পরিচিত মুখকে বিশেষ চরিত্রে দেখা যাবে তারা হলেন ঈশান মজুমদার, মৌবনি সরকার, বিব্রিতি চ্যাটার্জি, শ্রীতমা দে, সায়ন্তি চট্ট্ররাজ, সংঘমিত্রা তালুকদার সহ অনেক চেনা মুখ কে।
রাশেদের সাথে কথা বলে জানা যায় তার সাথে এক বিশেষ চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনিও হলেন এই ছবির অন্যতম চমক। তবে কি সেই চমক বা তাঁর বিপরীত চরিত্রে কে অভিনয় করছেন তাঁর সম্বন্ধে এখনো কিছু জানা যায়নিল, তবে এইটুকু জানা যায় যিনি তাঁর পার্শ্ব চরিত্রে অভিনয় করছে তিনি বাংলা ফিল্মের একজন জনপ্রিয় কেউই হবেন। 

এখন অপেক্ষা শুধু ছবি মুক্তির তার আগে যদিও ছবির ট্রেলার ও গান আসবে। ততদিন অপেক্ষা করতেই হবে এবং বাঁকি সমস্ত আপডেট-এর জন্য নজর রাখতে হবে সংবাদ একলব্য এর পাতায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code