তৃণমূলের হয়ে বিজেপিকে দুষলেন বর্ধমানের সিপিআইএমের প্রাক্তন পৌরপতি আইনুল হক

সঞ্জিত কুড়ি,পূর্ব বর্ধমান

আজ তৃণমূল কংগ্রেসে যোগদান কর্মসূচিতে এসে বর্ধমান পৌরসভার সিপিএমের প্রাক্তন পৌরপতি বর্তমানে তৃণমূলের নেতা আইনুল হক বলেন, দলটাকে আপনারা বাইরে থেকে দেখছেন। যেকোনো কারণেই হোক দুটো মাস ওই দলটা সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল। আমি ওই দলটাকে ভেতর থেকে দেখেছি। ওই দলটা হচ্ছে একটা ভয়ানক দল।ওই দলটা যদি ক্ষমতায় আসে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। শুধু মুসলমানদের বিপদ নয়, সকল মানুষের বিপদ। আসামের ১৯ লক্ষ বাঙালি নাগরিত্ব হারিয়েছে।এদের মধ্যে ১৬ লক্ষ হিন্দু, তিন লক্ষ মুসলমান।



তিনি আরও বলেন, বিজেপি দলটা হচ্ছে বিনিয়োগের দল। বিজেপি দলটা উচ্চবর্ণের দল। ওরা মৌলবাদ বিশ্বাস করেন। আজকে ওরা বাংলাকে দখল করার চেষ্টা করছে।১৯ শের লোকসভা নির্বাচনে দেখেন বিজেপির ভোট বেড়েছে, সিপিএমের ভোট ততটাই কমেছে। তৃণমূলের কিন্তু ভোট কমেনি, তৃণমূলে ভোটিং পার্সেন্টেজ বেড়েছে ।সিপিএম জমি রাখতে পারবে না।সিপিএম জমি ছেড়ে দিচ্ছে ।যারা প্রকৃত বামপন্থী তারা হচ্ছে ধর্মীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে। ২০২১ এ নির্বাচনে ফ্যাসিবাদকে ঠেকাতে হবে। এই ফ্যাসিবাদীকে যদি আটকাতে হয়, তাহলে বাংলা থেকে শুরু করতে হবে। আপনারা যদি এই বিরুদ্ধে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকতে হবে। যদি আমরা ফ্যাসিবাদীকে আটকাতে না পারি, তাহলে আমাদের দেশে এটাই শেষ ভোট হবে বলে জানান আইনুল হক।