Latest News

6/recent/ticker-posts

Ad Code

আগামীকাল সমগ্র উত্তরবঙ্গে বন্‌ধের ডাক দিলো বিজেপি

আগামীকাল সমগ্র উত্তরবঙ্গে বন্‌ধের ডাক দিলো বিজেপি



একদিকে যখন কেন্দ্রের বিরুদ্ধে  কৃষি আইন প্রত্যাহারের দাবীতে দিল্লীতে আন্দোলনরত কৃষকরা ভারত বন্ধের ডাক দিয়েছেন সেখানে আজ উত্তরবঙ্গে  উত্তরকন্যা অভিযান করতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে এক বিজেপি কর্মির মৃত্যু হয়েছে বলে  আগামীকাল সমগ্র উত্তরবঙ্গে 12 ঘন্টা বন্‌ধের ডাক দিলো বিজেপি। 

কোচবিহার বিজেপির জেলা সভানেত্রী মালতি রাভা জানিয়েছেন- " আজ ৭ ই ডিসেম্বর উত্তরকন্যা অভিযানে পুলিশের নির্মম অত্যাচার ও শাসক দলের হয়ে বিজেপি বিরোধীতায় অতিসক্রিয়তার ফলে আগামীকাল  ০৮/১২/২০২০ মঙ্গলবার রাজ্য বিজেপির ডাকে ২৪ ঘন্টার জন্য উত্তরবঙ্গ বনধ ৷" 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code