৮ই ডিসেম্বর ভারত বনধ এর সমর্থনে বিক্ষোভ মিছিল AIMSS-এর ও মাইক প্রচার AIKKMS-এর
৭ই ডিসেম্বর ২০২০,কোচবিহার:
আগামীকাল ৮ই ডিসেম্বর ভারত বনধ এর সমর্থনে এআইএমএসএস এর বিক্ষোভ মিছিল ও এআইকেকেএমএস এর মাইকপ্রচার। আজ কোচবিহার সদর এলাকার এআইএমএসএস এর পক্ষ থেকে কৃষক স্বার্থ বিরোধী কৃষি আইনের প্রতিবাদে দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের সমর্থনে কোচবিহার শহর জুড়ে বিক্ষোভ মিছিল করা হয়।
এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন এআইএমএসএস এর জেলা সম্পাদীকা কমরেড নমিতা বর্মন,রাজ্য কমিটির সদস্যা কমরেড যূথিকা নাথ,সংগঠনের জেলা কোষাধ্যক্ষ কমরেড শোভা বল। আগামীকাল ৮ই ডিসেম্বর কৃষক সংগঠন গুলির ডাকে ভারত বনধ সমর্থনে উক্ত মিছিলে শ্লোগান মুখরিত হয় 'দিল্লির কৃষক আন্দোলনকে জানাই লালসেলাম', 'অবিলম্বে কৃষকমারা কালা কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে'। এবং কৃষক সংগঠন এআইকেকেএমএস এর পক্ষ থেকে আগামী কাল ভারতবনধ এর মাইক প্রচার করা হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊