প্রথমবার বিটকয়েনের দাম ছাড়িয়ে গেল ২০,০০০ ডলার



শিকাগো মার্কেনটাইল এক্সচেঞ্জ ও শিকাগো বোর্ড অফ ট্রেডে ব্যবসা শুরুর পর ২০১৭-র ডিসেম্বরে ওয়াল স্ট্রিটে বিটকয়েনের অভিষেকের পর এই প্রথম তা এমন লাভের মুখ দেখল বিটকয়েন। বিটকয়েনের দাম ২০,০০০ ডলার ছাড়িয়ে গেল।


২০১৭-র শুরুতে বিটকয়েনের দাম ছিল ১,০০০ ডলারের কম, তা বছরের শেষে ১৯,৭৮৩ ডলারে পৌঁছে যায়। এক বছর পর বিটকয়েনের দাম কমে দাঁড়ায় ৪,০০০ ডলারেরও কম। এবছরে গতকাল বিটকয়েনের দাম রেকর্ড বেড়ে হয় ২০,৩৯৮.৫০ ডলার। যা প্রায় প্রায় ১৪.৯ লাখ টাকা।এরপর অবশ্য কিছুটা কমে ১৪.৮১ লাখ টাকা হয় কিন্তু তা সত্ত্বেও লাভের পরিমাণ প্রায় ৪ শতাংশ।


বিটকয়েন হল একটি ডিজিটাল কারেন্সি। ব্যাঙ্ক বা সরকারের সঙ্গে যুক্ত নয়। পরিচয় গোপন রেখে ইউজাররা এটি ব্যবহার করতে পারেন। কম্পিউটারের মাধ্যমে পাওয়া যায় বিটকয়েন। এছাড়াও, মার্কিন ডলার বা অন্যান্য কারেন্সির বিনিময়েও পাওয়া যেতে পারে। কিছু ব্যবসায় বিটকয়েনের ব্যবহার হয়।