Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ, ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের ডাক!




তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ, ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের ডাক 

সঞ্জিত কুড়ি ,পূর্ব বর্ধমান


আমফানে দুর্নীতি, ত্রিপল কেলেঙ্কারি ও রেশনে চাল চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আজ বুধবার বর্ধমান সথর থানায় স্মারকলিপি দিলো বিজেপির যুব মোর্চা বর্ধমান সদর কমেটি।



যুব মোর্চার জেলা সভাপতি শুভম নিয়োগী বলেন, আমফান এবং করোনা পরিস্থিতির সময় কেন্দ্র সরকার যে অর্থ পাঠিয়েছিল সেই অর্থ তৃণমূলের নেতাকর্মীরা আত্মসাৎ করে।শাসকদলের নেতারা একের পর এক দুর্নীতির সঙ্গে জড়িত আছে।রেশনে চাল চুরি থেকে আমফান এবং ত্রিপল কেলেঙ্কারির সঙ্গে তারা যুক্ত হলেও পার পেয়ে যাচ্ছে।তাই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী করে বিজেপির যুবমোর্চা।কেন্দ্র সরকারের পাঠান চাল,ডাল থেকে কোন রকম সুযোগ সুবিধা পেলনা রাজ্যবাসি।যদি এদে বিরুদ্বে কোন পদক্ষেপ না নেওয়া হয় তাহল ভারতীয় যুব মোর্চা এবং ভারতীয় মহিলা মোর্চা বৃহত্তর আন্দলনে নামার হুমকি দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code