বিয়ে না হলেও এমরান হাশমি এবং সানি লিওনের ২০ বছরের ছেলে, পড়ছে বিশ্ব বিদ্যালয়ে!


এমরান হাশমি এবং সানি লিওন বিয়ে হয়েছে? না সাত পাকে বাঁধা পড়েনি কোনোদিন। অথচ ২০-বছরের ছেলে রয়েছে আর তাঁদের পরিচয়েই পড়াশুনা করছে! 

এমরান হাশমি এবং সানি লিওন উত্তর বিহার শহরের বাসিন্দা এবং একে অপরের সাথে বিবাহিত না হলেও, একটি ২০-বছরের ছেলে এখানে কাছের একটি কলেজে অধ্যয়নরত। কি চমকে উঠলেন? 

ইমরান হাশমি ও সানি লিওনের বছর ২০-র ছেলে বর্তমানে 'বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়'-এর অধীন মুজাফরনগরের একটি কলেজের ছাত্র। বিএ ২ য় বর্ষের শিক্ষার্থীর কাঙ্ক্ষিত ভর্তি কার্ডের স্ক্রিনশটটি যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। 

পরীক্ষার্থী, কুন্দন কুমার, ধারণা করা হয় ধনরাজ মাহ্টো ডিগ্রি কলেজের ছাত্রী, তিনি ভার্সিটির অধিভুক্ত এবং জেলার মীনাপুর ব্লকে অবস্থিত। বাবার নাম কলামে ইমরান হাশমি মুদ্রিত, অন্যদিকে মায়ের নামে সানি লিওন।


তবে সালে সে এমরান হাশমি এবং সানি লিওন সন্তান নন। ওই কলেজ ছাত্রের অ্যাডমিট কার্ডে কেউ ইচ্ছাকৃতভাবেই বাবা-মায়ের নামের জায়গায় ইমরান হাশমি ও সানি লিওনের নাম বসিয়ে দিয়েছেন বলে অনুমান। তবে এই কাজ কে করেছে সে বিষয়ে এখনও জানা যায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে বলে খবর। 


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাম কৃষ্ণ ঠাকুর বলেছেন "আমরা তদন্তের নির্দেশ দিয়েছি। এটি অবশ্যই একটি দুষ্টুমি এবং ছাত্র নিজেই এর জন্য দায়ী হতে পারে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে আরও ব্যবস্থা নেওয়া হবে,"।

ভার্সিটির সূত্র জানিয়েছে, ভর্তি কার্ডে মুদ্রিত মোবাইল নম্বর দিয়ে আধার কার্ড নম্বর এবং শিক্ষার্থীর সাহায্যে শিক্ষার্থী সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।