বর্তমানে গণতন্ত্রের উপর বুলডোজার চালানোর একটা প্রবণতা তৈরি হয়েছে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 



মানবাধিকার দিবসে টুইট করে মৌলিক অধিকার খণ্ডন ও মানুষের কণ্ঠস্বর রোধের চেষ্টাকে তুলে ধরে গনতন্ত্রের ওপর বুলডোজার চালানোর প্রবনতা তৈরি হয়েছে বলেই মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


এদিন টুইট করে তিনি জানান, আজ #HumanRightsDay। বর্তমানে গণতন্ত্রের উপর বুলডোজার চালানোর একটা প্রবণতা তৈরি হয়েছে। মৌলিক অধিকার খণ্ডন করা হচ্ছে। মানুষের কণ্ঠস্বর রোধের চেষ্টা চলছে।রাজ্য মানবাধিকার রক্ষায় সচেষ্ট।



তিনি অপর একটি টুইট বার্তায় লেখেন, সরকার এবং গত সাড়ে নয় বছরে ১৯ টি মানবাধিকার আদালত গঠন করেছে। আমার দ্বারা বারবার বিক্ষোভ ও আন্দোলনের পরে ১৯৯৫ সালে পশ্চিমবঙ্গ # হিউম্যান রাইটস কমিশন গঠন করা হয়েছিল। সবার প্রতি আমার শুভেচ্ছা।