দিনহাটা ১ নং ব্লকের  দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতে  ' দুয়ারে সরকার '  কর্মসূচির  সূচনা হলো


সংবাদ একলব্য, নিগমনগর, ৭-ডিসেম্বর ২০২০ :


কোচবিহার জেলার দিনহাটা ১ নং ব্লকের দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিগমনগর গ্রামে নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয় প্রাঙ্গনে ' দুয়ারে সরকার ' প্রকল্পের সূচনা হলো।


'দুয়ারে সরকার' ক্যাম্পেনে ইতিমধ্যেই প্রায় ২২ লক্ষ মানুষ অংশ নিয়েছেন। মানুষের ব্যাপক সাড়া দেখে আরও ক্যাম্প বাড়ানোর সিদ্ধান্ত নিল নবান্ন। সূত্রের খবর, গত ৩ ডিসেম্বর পর্যন্ত পাওয়া 'ফিডব্যাক' অনুযায়ীই এই সিদ্ধান্ত স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। এই মর্মে একটি নির্দেশিকাও নবান্ন থেকে প্রকাশ করা হয়েছে। 'প্রমিনেন্ট সাজেশনস' নামে সেই নির্দেশিকায় বেশ কিছু বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। ভিড় সামলাতে 'কন্যাশ্রী ক্লাব', 'সেল্ফহেল্প গ্রুপ'কেও এই ক্যাম্পেনে যুক্ত করার নির্দেশ দিল নবান্ন। 'স্বাস্থ্যসাথী' কার্ডের চাহিদা যেহেতু সব চেয়ে বেশি তাই ভিড় সামালাতে এবার বাড়ি বাড়ি গিয়ে 'স্বাস্থ্যসাথী'র ফর্ম বিলির নির্দেশ দিলেন মুখ্যসচিব।



উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল গ্রাম পঞ্চায়েত সদস্য ও সদস্যারা এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।


এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সন্তোষ বর্মন বলেন " মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মানুষ উপকৃত হবেন। "