ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা লোকাল কমিটির পক্ষ থেকে দিনহাটা শ্রম দপ্তর অফিসে ৭ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন।



নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য, ২৩শে ডিসেম্বর ২০২০ : 


আজ বুধবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা লোকাল কমিটির দিনহাটা শ্রম দপ্তর অফিসে ৭ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন কর্মসূচি পালিত হলো ।উপভোক্তাদের ফাইনাল পেমেন্ট এর টাকা ফেরত পেতে হয়রানি, পেনশনের টাকা, S. L. O. দের সমস্যা সমাধান সহ সাত দফা দাবি এদিন শ্রম দপ্তরে প্রদান কড়া হয়। 

৭ দফা দাবি গুলি হলো :-

১) উপভোক্তাদের ফাইনাল পেমেন্ট এর টাকা ফেরত পেতে হয়রানি।

২)পেনশনের টাকা পেতে কয়েক বছর লেগে যায় ।

৩) পূর্বে কার্ড হোল্ডাররা ৩০০টাকা দিত এবং সরকার ৩৬০টাকা দিত কিন্তু মার্চ মাস থেকে কার্ড হোল্ডারের টাকা সরকারের দেওয়ার কথা কিন্তু তার কোনো নিশ্চয়তা নেই ।

৪) S. L. O. দের সমস্যা দ্রুত সমাধান করতে হবে ।

৫) যেকোনো ধরনের clain বন্ধ করে দিয়েছে, সেগুলি পুনরায় চালু করতে হবে ।

৬)নতুন বই ও online clain সব বন্ধ হয়ে আছে ।

৭)Labour Inspector এর অভাব পূরণ করতে হবে ।


উপস্থিত ছিলেন লোকাল কমিটির সভাপতি কমরেড উজ্জ্বল গুহ, জেলা কমিটির সদস্যা কমরেড অপরাজিতা রায়, লোকাল কমিটির সদস্য কমরেড মিলন শীল, অভীক সরকার, টুটুল সরকার প্রমূখ।

দিনহাটা শ্রম দপ্তরের অফিসে ৭ দফা দাবি নিয়ে ডেপুটেশন DYFI- এর

Posted by Sangbad Ekalavya on Wednesday, December 23, 2020