Latest News

6/recent/ticker-posts

Ad Code

দাঁতনের জনসভায় দিলীপ ঘোষ - রাজ্য পুলিশকে হুঁশিয়ারি মঞ্চ থেকে

দাঁতনের জনসভায় দিলীপ ঘোষ -  রাজ্য পুলিশকে হুঁশিয়ারি মঞ্চ থেকে 




২১ এর নির্বাচনকে সামনে রেখে পূর্ব মীদিনীপুরের দাঁতন 2 পশ্চিম মন্ডল ও পূর্ব মণ্ডলের যৌথ উদ্যোগে হরিপুরে জনসভা বিজেপির। এদিন রাজ্য পুলিশের উপর ক্ষোভ উগরে দেন বক্তারা। 

এদিন সকালে জনসভাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। তবে এলাকায় উত্তেজনা থাকলেও জনসভা করতে পিছপা হয়নি বিজেপি। 

জনসভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জেলা সভাপতি সমিত দাশ,জেলা সভাপতি শেখ আনসার আলী (সংখ্যা লঘু মোর্চা) দুই মণ্ডলের সভাপত আবুল হাসিম ও আজিজুল আলি প্রমূখ।

এদিন দাঁতনের পোরলদা গ্রামে দিলীপ ঘোষ তাঁর সাংসদ তহবিল থেকে "সৌরচালিত বৈদ্যুতিক আলোক স্তম্ভ" জনসাধারণের উদ্দেশ্যে উদ্বোধন করেন, সাথে দাঁতনের গহিরাগেড়া গ্রামে সাংসদ তহবিল থেকে "বৈদ্যুতিক জলের পাম্প" উদ্বোধন করেন তিনি |

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code