Latest News

6/recent/ticker-posts

Ad Code

ধূপগুড়িতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত হলো প্রায় শতাধিক দোকান- মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

ধূপগুড়িতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত  হলো প্রায় শতাধিক দোকান- মুখ্যমন্ত্রীর নির্দেশে  ঘটনাস্থলে  উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ



ভয়াবহ অগ্নিকাণ্ড ধুপগুড়ি থানা রোডে এলাকায়। আগুনে ভস্মীভূত আনুমানিক ৮০ থেকে ১০০ টি দোকান। 

জানা গেছে বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে। ঘটনাস্থলে ধূপগুড়ির সহ সাতটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করা হলেও । পরবর্তীতে জল সংকট দেখা দেয়, জল আনার পর আবারও আগুন নেভানোর চেষ্টা চালানো হয়।

কিভাবে আগুন লাগলো এখনো সঠিক জানা যায়নি তবে স্থানীয়-ব্যবসায়ীরা মনে করছেন শর্ট সার্কিটের থেকেই হয়তো আগুন লেগেছে। 

শুক্রবার সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে  ঘটনাস্থলে ছুটে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন শহরের বিধায়ক মিতালী রায় এদিন তারা সমস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন। 

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তাদের আশ্বাস দেন যে সমস্ত দোকান ঘর গুলি আগুনে পুড়ে গেছে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। এছাড়া নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে বিল্ডিং নির্মাণ করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code