Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত হলেন দক্ষিনী সুপারস্টার রামচরণ



করোনা আক্রান্ত হলেন দক্ষিনী সুপারস্টার রামচরণ



করোনা আক্রান্ত হলেন দক্ষিনী সুপারস্টার রামচরণ। করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই সোশ‍্যাল মিডিয়ায় জানিয়েছেন দক্ষিনী সুপারস্টার। পাশাপাশি সংস্পর্শে আসা সকলকে করোনা পরীক্ষা করে বিধি মেনে চলার অনুরোধ করেছেন। 


টুইট করে উপসর্গহীন থাকার কারণে হাসপাতালে ভরতি না হয়ে আপাতত নিজের বাড়িতেই কোয়ারেন্টাইন থাকবেন বলেন জানান তিনি। নিজের স্বাস্থ্যের পরবর্তী আপডেটও তিনি নিজেই জানাবেন বলে উল্লেখ করেছেন। 


‘মগধীরা’, ‘নায়ক’, ‘রঙ্গস্থলমে’র মতো ব্লকবাস্টার ছবির নায়ক রাম চরণ। সিনে দুনিয়ায় তাঁর বেশ পরিচয়। খ‍্যাতনামা। রাম চরণের বাবাও দক্ষিণী ছবির আরেক সুপারস্টার চিরঞ্জীবী। গত মাসেই চিরঞ্জীবী টুইট করে জানিয়েছিলেন তিনি করোনা আক্রান্ত। যদিও পরে বর্ষীয়ান অভিনেতা জানান, তিনি কোভিড নেগেটিভই আছেন। পিসিআর-কিটের গোলমালেই তাঁকে পজিটিভ দেখাচ্ছি্ল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code