বিভিন্ন দেশের ৫০ হাজারের বেশি দেশলাই বাক্সের সংগ্রহ গড়ে তুলেছি তৃতীয় শ্রেণির দিব্যাংশি
![]() |
pic source:ANI |
ভুবনেশ্বর, ওড়িশা: যদিও অনেক লোক তাদের ছুটির স্মৃতি ধারণ করতে ছবি ক্লিক করতে পছন্দ করেন, তবে ভুবনেশ্বরের ৩য় শ্রেণির এক ছাত্রীর সখ অন্য। দেশলাই বাক্স সংগ্রহেই তার আগ্রহ। আর এই আগ্রহ যেমন তেমন নয়! বিভিন্ন দেশের পাঁচ হাজারের বেশি দেশলাই বাক্স রয়েছে দিব্যাংশীর সংগ্রহে।
দিব্যাংশী সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে সে যে সমস্ত দেশ থেকে ম্যাচবক্স পেয়েছে সে সব দেশে সে ভ্রমণ করেন নি। তার আত্মীয়- পরিচিতরা যখনই বিদেশে যায় তখন তার জন্য দেশলাই বাক্স আনতে বলে।
দিব্যাংশীর এই দেশলাই বাক্সের সংগ্রহের শুরু বাবার আনা দেশলাই বাক্স থেকে-সেকথাও জানিয়েছে সে।
ANI কে দেওয়া সাখ্যাৎকারে দিব্যাংশি জানিয়েছে "আমার বাবা একজন বন্যজীবনের ফটোগ্রাফার--বাবার কাছ থেকেই প্রথম দেশলাই বাক্স নিয়ে সংগ্রহ করি। আমি বিভিন্ন থিম অনুসারে এগুলি সাজিয়ে রেখেছি।"
দিব্যাংশির কাছে নেপাল, পোল্যান্ড, ভুটান, জাপান এবং বাংলাদেশের মতো দেশগুলির ম্যাচবক্স রয়েছে।
দিব্যশীর মা গোপা মোহান্তি জানিয়েছেন, তাঁর মেয়ে গত তিন বছর ধরে ম্যাচবক্স সংগ্রহ করছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊