Latest News

6/recent/ticker-posts

Ad Code

১০০ বছরের ইতিহাসে ২০২০ সাল 'সবচেয়ে খারাপ'!

১০০ বছরের ইতিহাসে ২০২০ সাল 'সবচেয়ে খারাপ'!



দুই হাজার কুড়ি সাল! কি হয়নি এই বছরে। জীবনের স্বাভাবিক ছন্দ থেকে অন্য ছন্দে ফিরে আসা, সবসময় একটা ভয় ভয় ভাব, মৃত্যু মিছিল, লকডাউন, ঘূর্ণিঝড় সবকিছু দেখেছে মানুষ। সর্বাধিক প্রচারিত ‘টাইম’ ম্যাগাজিনের গত ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ বছর হিসেবে উল্লেখ করা হল ২০২০ সালকে।


'টাইম' ম্যাগাজিন ২০২০ সালের উপর লাল ক্রস করে তারা এবার প্রচ্ছদ বানিয়েছে। এই নিয়ে পঞ্চমবার ‘টাইম’-এ রকম প্রচ্ছদ ছাপিয়েছে।



এই বছরের শুরু থেকে পৃথিবীর সব দেশে করোনা ভাইরাস তাণ্ডব করে চলেছে। ভয়াবহ এই রোগের প্রকোপে মারা গিয়েছে বহু মানুষ সেই ভয়াবহতা বোঝাতেই টাইম ম্যাগাজিনে ২০২০কে লাল ক্রসে ঢেকে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, টাইম ম্যাগাজিন ১৯৪৫ সালে জার্মান একনায়ক অ্যাডল্ফ হিটলারের মৃত্যুতে তারা কভার পেজে লাল ক্রস করেছিল।পরে সাদ্দাম হুসেনের মৃত্যুতেও ‘টাইম’ ম্যাগাজিন তাদের কভার পেজ লাল ক্রসে ঢেকেছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code