তিনদিনের উত্তর বঙ্গে সফরে এসেছেন মুখ্যমন্ত্রী। গতকাল জলপাইগুড়ির পর আজ কোচবিহারে কর্মী সভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির তুলোধনা করেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, একটা লোকসভা ভোটে হেরেছি। যাদের ভোট দিয়ে এনেছেন তাঁরা কুৎসা ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে। যার নামে এত অভিযোগের জন্য তৃণমূল ছাটাই করেছে তাকে টেনে নিয়ে ভোটে জিতেছে বিজেপি। নাম না করেই নিশীথ প্রামাণিককে এভাবে আক্রমণ করলেন তিনি। তিনি আরও বলেন একটা নির্বাচনে পগাড় পার করেছে। আরও সময় আছে। তৃণমূল বারো মাসে তেরো পার্বণ করে, আর কেউ করেন না। আমরা ভোট পেতে রাজবংশীকে ভাগাভাগি করি না।
এদিন মুখ্যমন্ত্রী বলেন-
- পঞ্চানন নগর নামে পঞ্চানন বর্মার ক্যাম্পাস তৈরি হচ্ছে, যেখানে ৫২০০০ হাজারের বেশি ছাত্রছাত্রী পড়াশুনা করে
- রাজবংশী ভাষায় সার্টিফিকেট কোর্স চালু হয়েছে
- বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে খলিসামারিতে ১৭ একর জমি দিয়েছি
- ঠাকুর পঞ্চানন বর্মার পৈত্রিক বাড়ি সংস্কার করে পঞ্চানন বর্মা সংগ্রহশালা ও গবেষণাগার নামে মিউজিয়াম চালু হয়েছে
- ঠাকুর পঞ্চাননের জন্মদিনে ছুটি ঘোষণা করেছি
- রাজবংশী আবাস যোজনায় ১১০০ বাড়ি তৈরি করেছি
- ৫০০ জন রাজবংশীকে শিল্পীকে যন্ত্রাদি দেওয়া হয়েছে
- রাজবংশী ভাষা অ্যাকাডেমি তৈরি হয়েছে যার হেড কোয়ার্টার কোচবিহার
- কামতাপুরি ভাষা অ্যাকাডেমি তৈরি হয়েছে যার হেড কোয়ার্টার জলপাইগুড়িতে
- রাজবংশী কালচারাল অ্যাকাডেমি তৈরি হয়েছে
- আলিপুরদুয়ারে রাজবংশী কালচারাল অ্যাকাডেমি তৈরি হয়েছে
- নারায়নী সেনা ব্যাটেলিয়ন গতকাল উদ্বোধন করেছি, যার হেড কোয়ার্টার মেখলিগঞ্জ
- গোর্খা করে দিয়েছি নকশাল বাড়িতে, জঙ্গল মহল হয়েছে ঝাড়্গ্রামে
- রাজবংশী মানুষের দীর্ঘ দিনের দাবি মেনে নিয়েছি।
- কৃষকদের জমির খাজনা মকুব করে দিয়েছি
- বিনা পয়সায় রেশন দিচ্ছি, জুন পর্যন্ত পাবেন, আমাদের সরকার আসবে ফের পাবেন বিনা পয়সায়
- সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা, পরিবার পিছু স্মার্ট কার্ড দিচ্ছি, বছরে ৫ লক্ষ টাকা চিকিৎসা খাতে পাবেন
- যাদের নেই তাঁরা দুয়ারে সরকারে গিয়ে নাম লেখান
- ড্রেস দেই, জুতা দেই, রেশন দেই, মিড ডে মিল দেই, সাইকেল দেওয়া হচ্ছে
- কন্যাশ্রী, রুপশ্রী, ঐক্যশ্রী দেওয়া হচ্ছে
- নবম শ্রেণির ছাত্র ছাত্রীদের সাইকেল দেওয়া হবে
- দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের ট্যাব দিচ্ছি
- আপনি চাইলে মৃত ব্যক্তির সৎকারে ২০০০ টাকা দেবে সরকার
- বাকি কিছু নেই সবটাই দেওয়া হচ্ছে '
- এদিন নস্যসেখ উন্নয়ন পরিষদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী
- পরিযায়ীদের ফেরাতে বাস-ট্রেনের ব্যবস্থা করেছি। সিপিএম-বিজেপি তখন কোথায় ছিলে?
মা মাটি মানুষের সরকার তৃণমূল সরকার। কখনও বিশ্বাস ঘাতকতা করেনা। যা বলব তাই করব। মঞ্চ থেকেই তৃনমূলের নিচু ও মধ্য তলার নেতা দের দায়িত্ব নেওয়ার কথা জানান। ভোটের আগে দলত্যাগী ও 'বেসুরো'-দের কটাক্ষ করলেন মমতা। বললেন, ‘পোশাক বদলানো যায়, কিন্তু আদর্শ বদলানো যায় না।’তিনি বলেন, ‘যারা প্রথম থেকে তৃণমূলে আছে তারা শেষদিন পর্যন্ত থাকে। দু’একজন চলে যায়। পোশাক বদলানো যায়, কিন্তু আদর্শ বদলানো যায় না।’
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত বদলানোর আবেদন করে কেন্দ্রকে সুব্রহ্মণ্যম স্বামীর চিঠি নিয়ে মমতা বলেন, ‘বলছে বিশ্বকবির লেখা জনগণমন তুলে দাও। যেন হাতের মোয়া, ক্ষমতা থাকলে তুলে দিয়ে দেখাও। বলছে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে জন্মেছেন, একটুও জ্ঞান নেই।’
তিনি আরও বলেন, ‘এতদিনে কী দিয়েছে বিজেপি সরকার। আমরা সব করব, আর ওরা কৈফিয়ত চাইবে! খালি ভয় দেখাবে, ধমকাবে-চমকাবে। সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ল! বলছে ডিসেম্বরে ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’
তিনি বলেন, তৃণমূল এখন বটবৃক্ষ হয়ে গেছে কেউ চাইলেই ভাঙতে পারবে না। তাই যারা টিকিট পাবে না তারাই চলে যাচ্ছে। কেউ ভয়ে যাচ্ছে। লোক সভা ভোটে ভোট দেননি কোনও দুঃখ নেই। এবার বিধানসভায় দেখবেন। পাড়ায় পাড়ায় আরএসএস ঢুকেছে। ওদের কথা শুনবেন না।
তিনি। বলেন, ‘বিজেপির কাছে মাথানত করব না। লোকসভা ভোটে আমরা আসন পাইনি, কিন্তু অভিমান নেই। কোচবিহারে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা। বহিরাগত গুন্ডারা রাজ্যে আসছে, এরা কারা? আমরা যত মত, তত পথে বিশ্বাস করি।’
এদিনের মঞ্চ থেকে ফের বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তিনি আশ্বাস দেন মানুষের বিপদে আপদে আমাদের সরকার মানুষের পাশে আছে।আপনার সঙ্গে গুন্ডা থাকবে, আমার সঙ্গে মানুষ। নেত্রী বলেন, ‘জোট বাঁধুন, তৈরি হোন, স্লোগানটা মনে রাখবেন -- আপনারা হাঁটুজলে নামলে, আমি মাথা পর্যন্ত জলে নামব।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊