এক মাসের শিশু কন্যার করোনা জয়, মায়ের কোলে তুলে দিল ডাক্তার 


সুজিত মণ্ডল, পূর্ব মেদিনীপুর


এক মাসের শিশুকন্যাকে করোনা থেকে সুস্থ করে তার মায়ের কোলে তুলে দিলেন ডাক্তার প্রবীর ভৌমিক।। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে শুশ্রূষা নার্সিংহোমে গত ৩০ নভেম্বর এক মাসের শিশুকন্যাকে জ্বর এবং অন্যান্য শারীরিক অসুস্থতার নিয়ে কোলাঘাটের এই বেসরকারি নার্সিংহোমের ভর্তি করেন ঐ শিশু কন্যার বাবা ও মা। 


এরপর থেকে শিশুটির আরো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে পড়েন। ফলে কর্মরত ডাক্তার বাবুরাও এক প্রকার আসা ছেড়ে দিয়ে ছিলেন এই অবস্থায় ঐ শিশু কন্যাটির করোনা টেস্ট করা হয় মুম্বইয়ের একটি নামী ল্যাবরেটরি থেকে এবং সেখান থেকেই রিপোর্ট আসে ঐ শিশুকন্যাটি করোনা পজিটিভ। এই রিপোর্ট ডাক্তার বাবুরা হাতে পাওয়ার পরেই ঐ শিশুটিকে আলাদা ভাবে ১৬ দিন ধরে চিকিৎসা করাতে থাকে এবং ১৬ দিন পর ঐ শিশুকন্যাকে সম্পূর্ণ সুস্থ করে তার মায়ের কোলে তুলে দেওয়া হয়।  


এই বেসরকারি নার্সিংহোম চেয়ারম্যান ডাক্তার প্রবীর ভৌমিকের দাবি করে যে এটাই পশ্চিমবঙ্গের সব থেকে কম বয়সী শিশু যাকে করোনা থেকে সুস্থ করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়ে নতুন কৃতিত্ব অর্জন করেছেন।