সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির সূচি এবছরের শেষেই জানাবেন কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল
প্রতি বছর সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় জানুয়ারি মাসে প্র্যাক্টিক্যাল ও ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে থিওরিটিক্যাল পরীক্ষার আয়োজন করা হয়। কিন্তু করোনা পরিস্থিতির জেরে এবছরের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দানা বেঁধেছে। কোভিড অতিমারীর কারণে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত দশম ও দ্বাদশ শ্রেণির সিবিএসই বোর্ড পরীক্ষা আয়োজনের সম্ভাবনা চলতি সপ্তাহের প্রথম ভাগেই উড়িয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
৩১ ডিসেম্বর ২০২০ তারিখে দশম ও দ্বাদশ শ্রেণির সিবিএসই বোর্ড পরীক্ষার দিন ঘোষণা করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশঙ্ক’, একথা শনিবার সন্ধ্যায় নিজেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
টুইটারে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘২০২১ সালের সিবিএসই বোর্ড পরীক্ষা কবে থেকে শুরু হবে, তা অংশগ্রহণকারী পড়ুয়াদের ৩১ ডিসেম্বর আমি জানাব।’ এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন, পরিস্থিতি বিচার করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা পরীক্ষার দিন চূড়ান্তের সিদ্ধান্ত নেওয়া হবে।
📢Major announcements for students & parents!
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) December 26, 2020
I will announce the date when the exams will commence for students appearing for #CBSE board exams in 2021.
Stay tuned. pic.twitter.com/Lvp9Lf0qsT
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊