অধিনায়ক হিসাবে ১০০% সফল অজিঙ্কা রাহানে, দেখুন পরিসংখ্যান 



অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অ্যাডিলেডে অধিনায়ক বিরাট কোহলির সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে মাঠে নেমেছেন। প্রথম ম্যাচ খেলে দেশে ফিরে গিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর অনুপস্থিতিতে বাকি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে।


মোট দুটি টেস্টে অধিনায়কত্ব করেছেন রাহানে। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি চোট পেয়ে ছিটকে যাওয়ায় টেস্টে অধিনায়ক হিসাবে আত্মপ্রকাশ ঘটে রাহানের। ধর্মশালায় সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাওস্কর ট্রফি জিতে নিয়েছিল ভারত।


২০১৮ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট ম্যাচে দেশকে নেতৃত্ব দেন রাহানে। সেই ম্যাচে ইনিংস ও ২৬২ রানে জয়ী হয় ভারত।


টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে ১০০% সফল অজিঙ্ক রাহানে। তবে দেশের বাইরে তিনি কখনও টেস্টে ভারতের অধিনায়কত্ব করেননি। দেশের হয়ে ৬৬টি টেস্ট খেলে ১১টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি সহ ৪২.৪৫ গড়ে ৪২৪৫ রান করেছেন রাহানে। তবে এবার বিদেশের মাটিতে টেস্টের অধিনায়ক রাহানে। এখন দেখার বিদেশের মাটিতে ক্ততা সফলতা অর্জন করতে পারেন। তবে দ্বিতীয় টেস্ট বক্সিং ডে টেস্টে মাঠে নেমেছে ভারত। প্রথম দিনেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে বুমরাহ-অশ্বিনদের দাপুটে বোলিং, ১৯৫ রানে শেষ অজিদের প্রথম ইনিংস।