বিজেপির গৃহ সম্পর্ক অভিযান শুরু হল ময়নায়

 সুজিত মণ্ডল, ময়না


ময়না বিধান সভাতে আরম্ভ হল বিজেপির গৃহ সম্পর্ক অভিযান। এই " গৃহ সম্পর্ক অভিযান" এর শুভ সূচনা করেন জেলা সভাপতি নবারুণ নায়েক। এছাড়াও এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক চন্দন মণ্ডল ও উত্তর মণ্ডলের সভাপতি দেব দাস মাইতি সহ এই মণ্ডলের বিভিন্ন বুথ স্তরের সভাপতি ও কর্মীরা। 



ময়না তে গৃহ সম্পর্ক অভিযান চলবে ৬ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত। জেলা সভাপতি বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন অভাব অভিযোগ শুনবেন এবং তার সমাধানের আশ্বাস দেবেন। সব শেষে নরেন্দ্র মোদী,দিলীপ ঘোষ সহ ময়না বিধান সভাতে যিনি দাড়াবেন তাকে জেতানোর আহ্বান জানান। 


সরকারের দুয়ারে দুয়ারে কর্মসূচির কথার প্রসঙ্গে জেলা সভাপতি নবারুণ নায়েক তির্যক মন্তব্য করেন এবং বলেন " দিদিকে বলো" কর্মসূচি যেমন সফল হয় নি ,তেমনি " দুয়ার দুয়ারে সরকার " এই কর্মসূচিও জন সাধারণ ভালো ভাবে নেবে না।