Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রথম ভারতীয় হিসেবে ফরমুলা টু রেস জিতে ইতিহাস গড়লেন জেহান দারুভালা



প্রথম ভারতীয় হিসেবে ফরমুলা টু রেস জিতে ইতিহাস গড়লেন জেহান দারুভালা


ফরমুলা টু সাখির গ্রাঁ প্রিতে প্রবাদপ্রতিম মাইকেল শুমাখারের ছেলে মিক শুমাখারকে হারিয়ে প্রথম স্থান অধিকার করে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাসে নাম লেখালেন মুম্বইয়ের ২২ বছরের তরুণ জেহান দারুভালা। দ্বিতীয় হন জাপানের ইউকি সুনোদা, তৃতীয় ড্যানিয়েল টিকটাম।


জেহান গত সপ্তাহে ফরমুলা টু রেসে তৃতীয় হয়েছিলেন। গতকালের রেসে ড্যানিয়েল টিকটাম, মিক শুমাখারের সাথে তীব্র লড়াই চালিয়ে জয় ছিনিয়ে নেয় জেহান। 



জেহান বলেন, তাঁর লক্ষ্য, দেশকে এবং নিজেকে গর্বিত করা। ইউরোপের খেলোয়াড়রা যেমন সুযোগসুবিধে পান, ভারতে তা নেই ঠিকই কিন্তু তিনি বলতে চান, পরিশ্রম চালিয়ে গেলে গ্রিডের শার্প এন্ডে লড়াই করতে আপনাদেরও একদিন দেখা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code