বড় পর্দায় আসছে ধ্যান চাঁদের বায়োপিক
উড়তা পঞ্জাব, ইশকিয়া, সোনচিড়িয়া মতো হিট ছবির পরিচালক অভিষেক চৌবের পরিচালনায় এবার বড় পর্দায় আসছে হকির জাদুকর কিংবদন্তি ধ্যান চাঁদের বায়োপিক। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ধ্যান চাঁদের বায়োপিকের কথা ঘোষণা করেন ছবির প্রযোজক রনি স্ক্রুওয়ালা।
ছবির প্রযোজক রনি স্ক্রুওয়ালা টুইটারে জানিয়েছেন, ১৫০০-র বেশি গোল, অলিম্পিকে তিনটি সোনার পদক, ভারতের গৌরবগাথা-আমাদের কাছে বড়ই গর্বের যে আমরা পরের ছবি অভিষেক চৌবের পরিচালনায় হতে চলেছে হকির জাদুকর ধ্যান চাঁদের বায়োপিক।
1500+ goals, 3 Olympic gold medals, and a story of India’s pride...
— Ronnie Screwvala (@RonnieScrewvala) December 15, 2020
It gives us immense pleasure to announce our next with #AbhishekChaubey - a biopic on the Hockey Wizard of India- #DHYANCHAND@RSVPMovies @prem_rajgo @pashanjal @realroark #SupratikSen @bluemonkey_film pic.twitter.com/hPbf8wrDVp
ধ্যান চাঁদ চরিত্রে কে অভিনয় করছে সে বিষয়ে এখনও জানা যায়নি। ২০২২ সালে মুক্তি পাবে ছবিটি।ছবির কাস্টিং নিয়ে কোনও তথ্য সামনে আসেনি।
১৯২৮, ১৯৩২, ১৯৩৬ সালে অলিম্পিকে ভারতকে সোনা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মেজর ধ্যান চাঁদ । ১৯২৮ সালে আমস্টারডাম অলিম্পিকে ভারতের হয়ে ১৪টি গোল করেন ধ্যান চাঁদ। ১৯৩২ সালে লস এঞ্জেলস অলিম্পিকে আমেরিকার বিরুদ্ধে ৮ গোল করেছিলেন ধ্যান চাঁদ, ২৪-১ গোলে জয় পেয়েছিল ভারত। ১৯৪৮ সালে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন মেজর ধ্যান চাঁদ। ১৯৫২ সালে ধ্যান চাঁদের আত্মজীবনী 'গোল' প্রকাশ হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊