এবার তৃণমূল ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত



শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর এবার তৃণমূল ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। শনিবার মেদিনীপুরে অমিত শাহের জনসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গেই শীলভদ্রের থাকার সম্ভাবনা নিয়ে জোর জল্পনা চলছিল। এর মাঝেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে দল ত্যাগ করার ঘোষণা করলেন তিনি। তবে, তিনি বিধায়ক পদে থাকবেন বলেও জানিয়েছেন শীলভদ্র।


এদিন শীলভদ্রর অফিসে লাগানো হয়েছে স্বামী বিবেকানন্দের ছবি। ব্যাক ড্রপে গেরুয়া রং। যদিও বিজেপিতে যোগ দেওয়া নিয়ে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন তিনি। তবে সূত্রের দাবি, শনিবার মেদিনীপুরে অমিত শাহের জনসভায় শুভেন্দু-র সাথে শীলভদ্রও যোগ দেবেন বিজেপি-তে। 


গত লোকসভা ভোটে ব্যারাকপুর বিজেপি ছিনিয়ে নিতেই বেসুরো হয় ব্যারাকপুরের বর্ষীয়ান বিধায়ক। কখনও ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট, তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে ৩ হাজার ৫১৯ ভোটে এগিয়েছিল বিজেপি তাই কি ভোটের আগে শিবির বদল করতে পারেন শীলভদ্র? নাকি ব্যারাকপুর থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হতে পারেন? উঠছে এমন প্রশ্নও। 


তবে, বিধানসভা নির্বাচনের আগে এভাবে হেভিওয়েট নেতাদের দলত্যাগ তৃণমূলকে চাপে ফেলছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।