তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে বিজেপির পোস্টার মারাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক শোরগোল
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ১ নম্বর ব্লকের রায়ান গ্রামে তৃণমূল কংগ্রেসের দুই নেতার বিরুদ্ধে বিজেপির পোস্টার মারাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। ঘটনার সূত্রে জানা যায় গতকাল রাতে রায়ান বাসষ্ট্যান্ড এলাকায় বিজেপির মন্ডল সভাপতি প্রদীপ মণ্ডলের নাম দিয়ে ব্লক ১ যুব কংগ্রেস সভাপতি মানস ভট্টাচার্য এবং রায়ান এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ জামালের বিরুদ্ধে অভিযোগ করে রায়ান বাসষ্ট্যান্ড এলাকায় পোস্টার লাগানো হয়।
গ্রামবাসী ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই পোষ্টার টা দেখতে পেলে গ্রামে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। অবশেষে বর্ধমান সদর থানার পুলিশ এসে সেই পোস্টার ছিঁড়ে দেয়। রায়ান এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রামমোহন ভট্টাচার্য্য পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পরে মানস ভট্টাচার্য জানান শান্ত রায়ান অঞ্চলকে অশান্ত করার উদ্দেশ্য নিয়ে বিজেপির প্রদীপ মণ্ডলের নেতৃত্বে একদল দুষ্কৃতী এই ধরনের কাজগুলো করছে। এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
Posted by Sangbad Ekalavya on Thursday, December 31, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊