ভারতে লঞ্চ হয়েছে Vivo V20 Pro 5G, দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশন সম্বন্ধে জানুন
মোবাইল সংস্থা ভিভো ভারতে তাদের 5জি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি তাদের ‘ভিভো ভি20’ সিরিজে Vivo V20 Pro 5G নামে লঞ্চ করা হয়েছে।
Vivo V20 এবং Vivo V20 SE এর পর Vivo V20 Pro 5G এই সিরিজের তৃতীয় স্মার্টফোনে পরিণত হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Vivo V20 Pro 5G দেশের বর্তমান সবচেয়ে সস্তা 5জি ফোনগুলির মধ্যে একটি।
Vivo V20 Pro 5G ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.44 ইঞ্চির লার্জ ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। এই ফোনটির ডিসপ্লে 408 পিপিআই পিক্সেল ডেনসিটি ও 3000000:1 কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে। জানিয়ে রাখি এই সুন্দর স্মার্টফোনটি মাত্র 7.39 এমএম পাতলা এবং এর ওজন 170 গ্ৰাম। ভারতে ফোনটি Midnight Jazz ও Sunset Melody কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
Vivo V20 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফানটাচ ওএসে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 765জি চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেট ডুয়েল মোড 5জি (SA/NSA) সাপোর্ট করে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 620 জিপিইউ আছে।
Vivo V20 Pro 5G এর অন্যতম বড় ফিচার এর ক্যামেরা সেগমেন্ট। এই ফোনের ব্যাক প্যানেলে তিনটি ও ফ্রন্ট প্যানেলে দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 44 মেগাপিক্সেলের প্রাইমারি সেলফি ক্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.28 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊