৩৯৭ বছর পর আর এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষ্মী থাকবে বিশ্ব 




করোনা মহামারীকালে একের পর এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষ্মী থেকেছে পৃথিবীবাসী। আর একটি মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে ৩৯৭ বছর পর। 



১৬২৩ সালের পর ফের একবার কাছাকাছি আসতে চলেছে বৃহস্পতি ও শনি। আগামী ২১ ডিসেম্বর এই মহাজাগতিক ঘটনার সাক্ষ্মী হতে চলেছে পৃথিবীবাসী। 


২১ ডিসেম্বর রাতে তাদের দূরত্ব প্রায় ৭৩৫ মিলিয়ন কিলোমিটার হবে। ভারতের বেশিরভাগ প্রধান শহরে সূর্যাস্তের ঠিক পরে এই বিরল ঘটনা দেখা যাবে।