কচ্ছপ সুনামি! হাজার হাজার কচ্ছপ একসাথে হাজির নদীর তীরে Turtle Tsunami!

কচ্ছপ সুনামি! হাজার হাজার কচ্ছপ একসাথে  হাজির নদীর তীরে 


দশ-কুড়ি নয় কয়েক হাজার কচ্ছপ যখন একজায়গায় চলে আসে তখন তাকে কচ্ছপের সুনামিই বলা সঙ্গত। এমনটাই ঘটেছে ব্রাজিলে। 

Wildlife Conservation Society (WCS) সম্প্রতি একটি আশ্চর্যজনক ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ব্রাজিলের  পুরস নদীর তীরবর্তী একটি সুরক্ষিত অঞ্চলে বালুকাময় সৈকত থেকে বেরিয়ে আসছে কয়েক হাজার বিশাল আকৃতির কচ্ছপের ঝাঁক। 

জানাগেছে এই কচ্ছপ দক্ষিণ আমেরিকান নদীর কচ্ছপ। এই ঘটনায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ