বনগাঁয় মুখ্যমন্ত্রীর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে সরকারি ছুটি ঘোষণার পর বিজ্ঞপ্তি জারি নবান্নের


৯ই ডিসেম্বর বনগাঁয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা থেকেই ৯ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে সরকারি ছুটি ঘোষণা করেন। আর তারপর, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে বিজ্ঞপ্তি জারি নবান্নের।


বনগাঁর সভায় এনআরসি, এনপিআর নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করে পঞ্চানন বর্মা, বীরসা মুন্ডার মতো হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতেও রাজ্য সরকার ছুটির দিন ঘোষণা করবে বলে জানায় মুখ্যমন্ত্রী। এনিয়ে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।



সামনেই বিধানসভা নির্বাচন। তৃণমূল থেকে বিজেপি সবার এখন নজর মতুয়া ভোটের দিকেই। মতুয়া মহাসঙ্ঘ সূত্রে জানা যায় ভারতে ৫ কোটি মতুয়া বসবাস করে যার ৩ কোটি পশ্চিমবঙ্গেই রয়েছে। ২০১৯ লোকসভায় বনগাঁ দখল করেছে বিজেপি। রাজ্যের প্রায় ৪৮টি বিধানসভা আসনে ফ্যাক্টর মতুয়া ভোট। ফলে ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে ফেরাতে তত্‍পর সব দলই।